SSC, HSC এবং অন্যান্য Exam result দেখার নিয়ম জেনে নিন বিস্তারিত

অনলাইনে কিভাবে রেজাল্ট দেখতে হয়, এই সংক্রান্ত নিয়ম-কানুন জানাটা বর্তমান সময়ে আমাদের সবারই প্রায় আবশ্যক হয়ে পড়েছে বলা যায়। কেননা নিজের হোক বা অন্যের হোক, রেজাল্ট তো আমাদের দেখতেই হয়।

যদিও অনলাইনে রেজাল্ট দেখা খুব একটা কঠিন বিষয় নয়, তথাপি এই বিষয়ে জ্ঞান না থাকার কারণে অনেককেই অন্যের মুখাপেক্ষি হতে দেখা যায়। তাই আজ অনলাইন ও অফলাইনে রেজাল্ট দেখার নিয়ম সবার জন্যই খুব সহজ আঙ্গিকে দেখানো হবে।

অনলাইনে রেজাল্ট দেখার নিয়ম

  • প্রথমে নিচের লিংকে প্রবেশ করুন। http://educationboardresults.gov.bd
  • এরপর নিচের মত একটি পেইজ দেখতে পাবেন।
  • পেইজে দেখানো ফরমটি পরিক্ষার্থীর তথ্য দিয়ে নিচের নির্দেশনা অনুযায়ী পূরণ করুন।
  • Examination: এখানে পরিক্ষার্থীর Exam name সিলেক্ট করুন।
  • Year: এখানে পরিক্ষার্থীর Exam year সিলেক্ট করুন।
  • Board: এখানে পরিক্ষার্থীর Board name সিলেক্ট করুন।
  • Roll: এখানে পরিক্ষার্থীর রোল নম্বর লিখুন।
  • Reg No: এখানে পরিক্ষর্থীর রেজিষ্ট্রেশন নম্বর লিখুন।
  • ক্যাপচা- এখানে ছোট একটি অংক দেয়া থাকবে। সেই অংকের শুধুমাত্র উত্তরটি ইনপুট বক্সে লিখুন।
  • সবশেষে Submit বাটনে ক্লিক করুন। ফলে কাঙ্কিত পরিক্ষার্থীর exam result আপনার সামনে প্রদর্শিত হবে।

Marksheet সহ রেজাল্ট দেখার নিয়ম

  • মার্কশিটসহ রেজাল্ট দেখতে নিচের লিংকে প্রবেশ করুন।
  • https://eboardresults.com/v2/home
  • এরপর নিচের মত একটি পেইজ দেখতে পাবেন।
  • এখানে পূর্বে দেখানো নিয়মানুযায়ী তথ্যগুলো প্রদান করুন। তবে এখানে Result type নামে অতিরিক্ত একটি সিলেক্টরও পাবেন। যেটাতে ক্লিক করলে প্রাতিষ্ঠানিক ও বোর্ড ভিত্তিক রেজাল্টসহ অন্যান্য রেজাল্ট দেখারও অপশন পাবেন।
  • তবে আপনি যদি ব্যক্তিগত রেজাল্ট দেখতে চান, তাহলে এখান থেকে Individual result অপশনটি সিলেক্ট করে নিচে roll & registration নম্বর দিয়ে Get Result বাটনে ক্লিক করবেন। ফলে আপনার কাঙ্কিত রেজাল্ট মার্কশিটসহ দেখতে পারবেন।

SMS এর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম

sms দিয়ে রেজাল্ট পেতে হলে নিচের টেমপ্লেট অনুসারে sms লিখতে হবে।

EXAM NAME 3 Latters of Board Name ROLL YEAR

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে exam name লিখবেন। তারপর একটা space (ফাঁকা) দিয়ে board name এর প্রথম তিনটা অক্ষর লিখবেন। আবার space দিয়ে রোল নম্বর লিখবেন। অতঃপর আরেকটা space দিয়ে exam year লিখবেন।

উদাহরণস্বরূপঃ ধরে নিন, ২০২৩ শিক্ষাবর্ষের Dhaka Board এর একজন পরিক্ষার্থীর SSC রেজাল্ট দেখতে হবে। যার রোল নম্বর হলো 123456; তাহলে মেসেজটি লিখবেন এভাবেঃ-
SSC DHA 123456 2022
অতঃপর সেন্ড করে দিবেন 16222 নাম্বারে। ফলে কিছুক্ষণ পর একটি ফিরতি sms এর মাধ্যমে আপনার কাঙ্কিত রেজাল্টটি পাঠিয়ে দিবে।

বিঃদ্রঃ টেলিটক নাম্বার থেকে মেসেজ পাঠালে রেজাল্ট খুব জলদি চলে আসে। অন্য নাম্বার থেকে হলে কিছুটা দেড়ি হতে পারে।

অনলাইনে কিভাবে রেজাল্ট দেখতে হয় এবং অফলাইনে SMS এর মাধ্যমে কিভাবে রেজাল্ট দেখতে হয়, এই সংক্রান্ত নিয়ম-কানুন সবার জন্যই খুব সহজ আঙ্গিকে দেখানো হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *